ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিক লিমিটেডের (বিইডিএল) অঙ্গপ্রতিষ্ঠান বারাকা-পতেঙ্গা পাওয়ার লিমিটেডের (বিপিপিএল) পূর্ণাঙ্গ বিদুৎ উৎপাদন শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ৫০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের ৫১ শতাংশের মালিকানা বারাকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিক লিমিটেডের।
বিইডিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) গত ২১ মে উৎপাদন শুরু করার অনুমোদন দিয়েছে। প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা ৫০ দশমিক ১৫ মেগাওয়াট।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ২২, ২০১৪