ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪
ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে।
 
গত দুই সপ্তাহ ধরে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন খরা চলছে। গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। ওইদিন লেনদেন হয়েছিল ১৯৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা। পরবর্তীতে বেশ খানিকটা বেড়েছিল লেনদেনের পরিমাণ। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭১ কোটি ৩৫ লাখ টাকা।  

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে ৯৭৩ পয়েন্টে স্থির হয়।

সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। তবে তা ১৫ মিনিটের বেশি স্থায়ী থাকেনি। বেলা পৌনে ১১টা থেকে সূচকে ওঠানামা শুরু হয়।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ৯৬৯ পয়েন্টে স্থির হয়। এর

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৭৬ পয়েন্ট হয়। এরই ধারাবাহিকতায় শেষ হয় দিনের লেনদেন।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ইউনিক হোটেল, স্কয়ার ফার্মা, এএমসিএল (প্রাণ), ফ্যামিলিটেক্স, গ্রামীণফোন, হা-ওয়েল টেক্সটাইল, এমজেএল বাংলাদেশ, মতিন স্পিনিং, বিডি বিল্ডিং ও ইস্টার্ন হাউজিং ।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪৬ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

এ সময়ে লেনদেন হয়েছে মোট ১৫ কোটি ৭ লাখ টাকা।

আগের কার্যদিবস লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ৬৬ লাখ টাকা।


বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মে ২৫, ২০১৪/আপডেটেড ১৪৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।