ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিএমসি কামাল বেচে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪
সিএমসি কামাল বেচে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী

ঢাকা : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলের মালিকানা কিনে নিচ্ছে আলিফ গ্রুপ। এজন্য ইতিমধ্যে লোটাস কামাল ও তার পরিবারের সদস্যরা তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।



এরই অংশ হিসেবে মঙ্গলবার সিএমসি কামালের উদ্যোক্তা পরিচালক মো গোলাম সারওয়ার তার হাতে থাকা ৪ লাখ ৫৪ হাজার ৩৪৫টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সিএমসি কামালের ৪ লাখ ৫৪ হাজার ৩৪৫টি শেয়ার কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে আলিফ টেক্সটাইলস লিমিটেড। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক, অডলট ও পাবলিক মার্কেটে এ শেয়ার কেনা-বেচা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।

সোমবার লোটাস কামাল তার হাতে থাকা ১২ লাখ ১০ হাজার শেয়ারের সবকটি বিক্রির ঘোষণা দেন। একই সঙ্গে তার মেয়ে কাশফি কামালের কাছে থাকা  ১০ লাখ ৪৪ হাজার শেয়ারের মধ্যে ৮ লাখ ৮১ হাজার ৪০০ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। অপর মেয়ে নাফিসা কামালের হাতে থাকা ১০ লাখ ৫২ হাজার ৯০২টি শেয়ার থেকে বিক্রি করবেন ৯ লাখ ৪৭ হাজার ২৩৭ শেয়ার।   এসব শেয়ার কিনে নিচ্ছে আলিফ টেক্সটাইলস।

গত রবিবার লোটাস কামালের স্ত্রী কাশ্মিরী কামালের হাতে থাকা ৩৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১২৪২ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।