ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ গেইনারে ইস্টার্ন হাউজিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১৪
টপ গেইনারে ইস্টার্ন হাউজিং

ঢাকা : আবাসন ও সেবা খাতের ইস্টার্ন হাউজিং কোম্পানির শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ৫ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ দর বেড়ে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে।



দিনভর ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ৫৭ টাকা ৫০ পয়সা থেকে ৬২ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৬২ টাকা ৫০ পয়সায়।

এদিন কোম্পানিটির মোট ১০ লাখ ৪৩ হাজার ৮০০ শেয়ার ১ হাজার ৪৯৯ বারে হাতবদল হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিএটিবিসি। কোম্পানির শেয়ার দর ৯৮ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২ হাজার ২৫০ টাকায়।

দিনভর এ শেয়ারের দর ২ হাজার ১৬০ টাকা থেকে ২ হাজার ২৫৯ টাকা ২০পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি, চতুর্থ স্টাইল ক্রাফট, পঞ্চম রিলায়েন্স ইন্স্যুরেন্স, ষষ্ঠ সাউথইস্ট ব্যাংক, সপ্তম ইস্টার্ন ইন্স্যুরেন্স, অষ্টম মার্কেন্টাইল ব্যাংক, নবম ডেল্টা ব্র্যাক ফিন্যান্স করপোরেশন ও দশম ইস্টার্ন লুব্রিকেন্ট।

বাংলাদেশ সময় : ১৬৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।