ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সায়হাম কটনের নতুন ইউনিটের উৎপাদন শুরু ৩১ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৪
সায়হাম কটনের নতুন ইউনিটের উৎপাদন শুরু ৩১ মে

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন মিল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির ইউনিট-২ এর বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। আগামী ৩১ মে এ নতুন ইউনিটের উৎপাদন শুরু হবে।


 
কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়েছে।
 
কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) সংগৃহীত অর্থ দিয়ে ইউনিট-২ এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন এ ইউনিট নির্মাণে মোট খরচ হয়েছে ১১২ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৪৮২ টাকা।
 
নতুন এ ইউনিটে যে পণ্য উৎপাদন হবে তা থেকে কোম্পানির অতিরিক্ত ১৭০ কোটি টাকা আয় হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময় : ১০৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।