ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
গত দুই সপ্তাহ ধরে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন খরা চলছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।
গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। ওইদিন লেনদেন হয়েছিল ১৯৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা। পরবর্তীতে বেশ খানিকটা বেড়েছিল লেনদেনের পরিমাণ। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭১ কোটি ৩৫ লাখ টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩০ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৯৩ পয়েন্টে স্থির হয়।
আগের দিনের মতো এদিও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৯১ পয়েন্ট হয়।
দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে স্থির হয়। এভাবে দিনভরই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৪০ কোটি ১৫ লাখ ৫৫ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, বিএসআরএম স্টিল, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট, এমারেল্ড ওয়েল, সিভিও পেট্রো কেমিক্যাল, মেঘনা পেট্রোলিয়াম ও কনফিডেন্স সিমেন্ট।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৬ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
লেনদেন হয় মোট ২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪/আপডেট ১৪৪২ ঘণ্টা