ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুন ২, ২০১৪
ডিএসইর লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়ালো

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের পরিমাণ ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১০০৭ পয়েন্টে স্থির হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। যা তিনঘণ্টায় অব্যাহত ছিল।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ১০১১ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১০১১ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১০১৬ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১০০৯ পয়েন্টে স্থির হয়।
  

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪৩২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৬ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, ওয়াটা কেমিক্যাল, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, ইউনিক হোটেল, অ্যাক্টিভ ফাইন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ ও বিএসআরএম স্টিলস ।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ১০৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জুন ০২, ২০১৪/আপডেটেড ১৪৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।