ঢাকা: ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের প্রস্তাব অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এতে জানানো হয়, কোম্পানিটি বাজারে মোট ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য প্রিমিয়াম নেওয়া হবে ২৫ টাকা। প্রিমিয়ামসহ শেয়ারের ইস্যুমূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, অবকাঠামো উন্নয়ন এবং আইপিওর কাজে ব্যয় করবে।
গত ৩০ জুন ২০১৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৩ দশমিক ৮৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দেখিয়েছে ৪০ দশমিক ২৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪