ঢাকা: পেনিনসুলা চিটাগাং লিমিটেডকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।
সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
আইপিও বিজয়ী বিনিয়োগকারীদের বিও হিসাবে হস্তান্তর করতে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) শেয়ার দেবে পেনিনসুলা চিটাগাং লিমিটেড। পরে সিডিবিএল বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার পাঠিয়ে দেবে। এসব প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হলেই ডিএসইর অনুমোদন নিয়ে যে কোনো দিন সেকেন্ডারি মার্কেটে কোম্পানিটির লেনদেন শুরু করতে পারবে।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্দেশক মূল্যে বাজার থেকে পুঁজি সংগ্রহ করেছে। এ শেয়ারের মার্কেট লট ২০০টি শেয়ারে।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান হোটেল সম্প্রসারণ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন আরও একটি নতুন হোটেল নির্মাণ করবে। এ ছাড়া আইপিওর অবশিষ্ট অর্থ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
গত ৩০ জুন ২০১৩ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেনিনসুলার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৪৯ টাকা ও পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩২ দশমিক ৭৩ টাকা।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ০৫, ২০১৪