ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে প্রণোদনা দেওয়া, বাজার বান্ধব বাজেট প্রণয়নের দাবিতে রাস্তায় নেমেছেন ব্যক্তিশ্রেণির ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর মতিঝিলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে তারা অবস্থান নেন।
পরে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সেখানে তারা মানববন্ধন করেন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- পুঁজিবাজার বান্ধব বাজেট প্রণয়ন করতে হবে, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ফিন্যান্সিয়াল রিপোটিং অ্যাক্ট ও বাইব্যাক আইন পাস করা, বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ, ব্যাংক ঋণে জর্জরিত বিনিয়োগকারীদের সুদ সম্পূর্ণ মওকুফ করা, অস্থিতিশীল বাজারে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত, পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ারধারণের সময়সীমা ৩০ জুনের মধ্যে সমাধান করা, বিনিয়োগকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা, পুঁজিবাজারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের হস্তক্ষেপ বন্ধ করা, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স কমাতে হবে, করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা করতে হবে এবং বিনা শর্তে কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সাধারণ বিনিয়োগকারীরা।
বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৪/আপডেটেড ১৩৩৩ ঘণ্টা