ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন হওয়া ৮২ শতাংশ আর্থিক কোম্পানির শেয়ার দাম কমেছে। এছাড়া কমেছে মোট লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে জানা যায়, এদিন আর্থিক খাতের মোট ২৩টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৯টি কোম্পানির, বেড়েছে ৩টির আর অপরিবর্তীত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম। ফিনিক্স ফিন্যান্স কোম্পানির শেয়ার দাম সবচেয়ে বেশি ১ দশমিক ২০ টাকা কমেছে।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫২ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে এ খাতের অবদান ১.৯৭ শতাংশ বা ৮ কোটি ৯০ লাখ টাকা।
অন্যান্য দাম কমা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেলিজিং ০.৪০ শতাংশ, বিডি ফিন্যান্স ০.১০ টাকা, বিআইএফসি ০.৬০ টাকা, ডিবিএইচ ০.৪০ টাকা, ফার্স্ট লিজ ফিন্যান্স ০.৩০ টাকা, জিএসপি ফিন্যান্স ০.৬০ টাকা, আইডিএলসি ০.৪০ টাকা, আইপিডিসি ০.৫০ টাকা, ইসলামী ফিন্যান্স ০.৬০ টাকা, লঙ্কাবাংলা ফিন্যান্স ০.৬০ টাকা, মাইডাস ফিন্যান্স ১.১০ টাকা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স ০.৪০ টাকা, পিএলএফএসএল ০.৩০ টাকা, প্রিমিয়ার ফিন্যান্স ০.১০ টাকা, প্রাইম ফিন্যান্স ০.৪০ টাকা, ইউনাইটেড লিজিং ০.৬০ টাকা, ইউনিয়ন ক্যাপিটাল ০.৫০ টাকা, উত্তরা ফিন্যান্স ০.৭০ টাকা।
দাম বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এফএএস ফিন্যান্স ০.২০ টাকা, আইসিবি ৯৬.০১ টাকা, আইএলএফএসএল ০.১০ টাকা। তবে দাম অপরিবর্তীত রয়েছে ফারইস্ট ফিন্যান্স।
খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত ২১.৭০ শতাংশ, টেক্সটাইল খাতের দখলে আছে মোট লেনদেনের ৯.৭৮ শতাংশ, জ্বালানি খাতের ১০.১৪ শতাংশ, সিমেন্ট খাতের ১৫.৩৪ শতাংশ, ওষুধ খাতের ১২.৬৯ শতাংশ, ব্যাংক ৫.৮১ শতাংশ, টেলিকমিউনিকেশন ৪.৩৬ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান ১.৯৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক ৪.৬৫ শতাংশ, ট্রাভেল ১.৫০ শতাংশ, সেবা ও আবাসন ৪.৩৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ১.০৩ শতাংশ, আইটি ০.৭৩ শতাংশ, ট্যানারি ০.৯৬ শতাংশ এবং অন্যান্য ১.৭০ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুন ১০, ২০১৪