ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

অর্থমন্ত্রীর সঙ্গে দুই এক্সচেঞ্জের বৈঠক বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১১, ২০১৪
অর্থমন্ত্রীর সঙ্গে দুই এক্সচেঞ্জের বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
 
আগামী ১২ জুন অর্থমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


 
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী কর আরোপের বিষয়ে কিছু না বললেও অর্থবিলে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর ১০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফার ওপর ৩ শতাংশ এবং ২০ লাখ টাকার বেশি হলে ৫ শতাংশ উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
 
আগে ব্যক্তি বিনিয়োগকারীরা মূলধনী মুনাফার ওপর সম্পূর্ণ কর অব্যাহতি সুবিধা ভোগ করতেন। অর্থবিলে অন্তর্ভুক্ত করায় এ কর এখনই কার্যকর হয়েছে।
 
নতুন এই কর আরোপের বিষয়টির ঘোর বিরোধী বিনিয়োগকারীরা। এ কারণে প্রস্তাবিত বাজেট পেশের পর শেয়ারবাজারেও সূচকের ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।