ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রাইট শেয়ারে প্রিমিয়াম নেবে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১৪
রাইট শেয়ারে প্রিমিয়াম নেবে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত শেয়ারহোল্ডারদের রাইট শেয়ারে কোনো প্রিমিয়াম না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ২ টাকা করে প্রিমিয়াম নেওয়ার কথা ছিল।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ আর : ২ হারে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা একটি করে রাইট শেয়ার নিতে পারবেন।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ারহোল্ডাররা ১০ টাকায় রাইট শেয়ার কিনতে পারবেন। আগে ২ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১২ টাকা।
 
তবে সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রায়োজন।
 
কোম্পানিটির আর্থিক ভিত্তি বাড়ানো ও শক্তিশালী করতেই এ রাইট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
 
কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী  ১৯ জুলাই দুপুর ১২টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে, আগামী ২২ জুন। তবে রাইট শেয়ার সাবস্ক্রিপশনের জন্য অন্য একটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৪ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।