ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এক কোম্পানি ও দুই ইস্যু ম্যানেজারকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ জরিমানা করা হয়।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমান কটন ফিবোরাস লিমিটেড নামের একটি কোম্পানি মিউটেশন, ডিসিআর এবং জমির খাজনা পরিশোধের রশিদ সংক্রান্ত কাগজ জালিয়াতি করে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের অবেদন করে। যা সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) আইন, ২০০৬ এর ১৯ ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৮ ধারার স্পষ্ট লঙ্ঘন।
ওই আইন লঙ্ঘন করায় বিএসইসির কমিশন সভায় আমার কটন ফিবোরাস লিমিটেড কোম্পানিকে ৫ লাখ এবং ইস্যু ম্যানেজার লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪