ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
তিন প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এক কোম্পানি ও দুই ইস্যু ম্যানেজারকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ জরিমানা করা হয়।



বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমান কটন ফিবোরাস লিমিটেড নামের একটি কোম্পানি মিউটেশন, ডিসিআর এবং জমির খাজনা পরিশোধের রশিদ সংক্রান্ত কাগজ জালিয়াতি করে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের অবেদন করে। যা সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) আইন, ২০০৬ এর ১৯ ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৮ ধারার স্পষ্ট লঙ্ঘন।

ওই আইন লঙ্ঘন করায় বিএসইসির কমিশন সভায় আমার কটন ফিবোরাস লিমিটেড কোম্পানিকে ৫ লাখ এবং ইস্যু ম্যানেজার লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।