ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও লেনদেন কমেছে।   

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ২৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২৬৩ কোটি ৫২ লাখ টাকা।          

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, গ্রামীণফোন, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, পেনিনসুলা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও ইস্টার্ন হাউজিং।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৩৩৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ৩৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২০ কোটি ৫৭ লাখ টাকা।       

বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড ১৪৫৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।