ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ডিভিডেন্ড ওয়ারেন্ট তাদের বিনিয়োগকারীদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
মেঘনা সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ২০১৩ সালের সমাপ্ত বছরের ডিভিডেন্ড ওয়ারেন্ট সদস্যবহির ঠিকানা অনুযায়ী তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে। বেঙ্গল পোস্ট অ্যান্ড পার্সেল এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠানো হয়।
৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) দেয়।
১৯৯৫ সালে মেঘনা সিমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২২৫ কোটি টাকা।
বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪