ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের সাড়ে ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে সন্ধানী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৬ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ইজিএম ও সাড়ে ১১টায় এজিএম রাজধানীর এমএইচ সমরিতা অ্যান্ড মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুলাই।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৬ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা ৯৭ পয়সা।
বাংলাদেশ সময় : ১০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪