ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলেনের অনুমোদন পাওয়া ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এ ড্র অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির আইপিওতে ১ লাখ ২৫ হাজার লটের জন্য আবেদন আহবান করা হয়। এর বিপরীতে ৭ লাখ ৩১ হাজার আবেদন জমা পড়ে। আবেদনের সংখ্যা ৫ দশমিক ৮ গুণ প্রায়।
টাকার হিসেবে কোম্পানিটি বাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে ৩৯৫ কোটি ১৮ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৯৪ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৭৭৫ টাকার আবেদন জমা দিয়েছেন।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ার বিক্রি করবে। এ কোম্পানি দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে বাজার থেকে সংগ্রহ করবে ৬৭ কোটি ৫০ লাখ টাকা।
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছর শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৫৪ টাকা একং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৮ টাকা।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করে বিএমআরই, ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধ করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৪