ঢাকা : আর্থিক খাতের মাইডাস ফিন্যান্সিং লিমিটেডকে ১ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।
মঙ্গলবার কমিশনের (বিএসইসি) ৫২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৬ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩৮টি সাধারণ শেয়ার ছেড়ে ৬০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৩৮০ টাকা উত্তোলন করবে।
কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
উত্তোলিত অর্থ দিয়ে মাইডাস ফিন্যান্সিং কোম্পানি বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুযায়ী মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালীকরণ, লিজ ফিন্যান্স, টার্ম ফিন্যান্স, এসএমই ফিন্যান্স, গৃহায়ণ লোন সম্প্রসারণ ইত্যাদি খাতে ব্যবহার করবে।
বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, জুলাই ০২, ১৪