ঢাকা : বিমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি কমেছে। এদিন ৮৫ টাকা ২০ পয়সা বা ২৬ দশমিক ৬১ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ২২১ টাকা ২০ পয়সা থেকে ২৩৫ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২৩৫ টাকায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ২০ পয়সায়।
দিনভর এই ইউনিট ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং, চতুর্থ মডার্ন ডায়িং, পঞ্চম জুট স্পিনার্স, ষষ্ঠ বেক্সিমকো সিনথেটিক্স, সপ্তম দেশ গার্মেন্টস, অষ্টম মুন্নু সিরামিকস, নবম সাফকো স্পিনিং এবং দশম স্থানে ছিল এসিআই ২০% কনভারটিবল জিরো কুপন বন্ডস।
বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪