ঢাকা : পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ফার কেমিক্যাল কোম্পানির শেয়ার লেনদেন শুরুর আগেই মুনাফা কমেছে। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ -২০১৪) ফার কেমিক্যাল কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে মোট ৬ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০ দশমিক ৭৭ টাকা।
অন্যদিকে গত বছর একই সময়ে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল মোট ৭ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ০ দশমিক ৯১ টাকা।
সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে ফার কেমিক্যাল কোম্পানির মুনাফা কমেছে ১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৭৯ শতাংশ কম।
কোম্পানির ইপিএস গণনা করা হয়েছে আইপিও পূর্ব ৭ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৫৬৫টি শেয়ারের ওপর ভিত্তি করে। আইপিও পরবর্তী ৯ কোটি ১০ লাখ ৩১ হাজার ৫৬৫টি শেয়ারের ওপর ভিত্তি করে তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ০ দশমিক ৬৭ টাকা।
অপরদিকে, গত নয় মাসে (জুলাই-২০১৩ থেকে মার্চ-২০১৪) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৬ কোটি ৭৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৩৮ টাকা।
গত বছর একই সময়ের মধ্যে কর পরবর্তী মুনাফা হয়েছিল ২৩ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ২ দশমিক ৯৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪