ঢাকা: ভুয়া শেয়ার দেখিয়ে সিনথেটিক ইয়ার্ন লিমিটেডের নামে সাউথ ইস্ট ব্যাংকের কর্পোরেট শাখা থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়েন্ট স্টক কোম্পানির সহকারী রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আবদুস সোবহান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে চারজনের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলা করা হয়েছে।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- জয়েন্ট স্টক কোম্পানির প্রধান কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুর রাজ্জাক হাওলাদার, এক্সামিনার অব অ্যাকাউন্ট হারুন-অর-রশীদ, সহকারী রেজিস্ট্রার রণজিৎ হাওলাদার ও জনৈক রেজাবিন রহমান।
তিনি জানান, এই চারজনের যোগসাজসে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪