ঢাকা: অতিরিক্তি প্রিমিয়ামে আইপিও অনুমোদন দেওয়া বন্ধ করার আহবান জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
রোববার প্রিমিয়াম বন্ধসহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন করেছেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সদস্যরা অংশ নেন।
পুঁজিবাজারকে টিকিয়ে রাখতে এসব দাবি জানান বিনিয়োগকারীরা।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি রুহুল আমীন বলেন, পুঁজিবাজারকে রক্ষা এবং সার্বিক অর্থনীতিকে বাঁচাতে আমাদের এই মানববন্ধন। বিএসইসিকে অতিরিক্ত প্রিমিয়ামে আইপিও অনুমোদন দেওয়া বন্ধ করতে হবে।
বিনিয়োগকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ, সেকেন্ডারি মার্কেটের ওপর গুরুত্ব দেওয়া, মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং ক্ষতিগ্রস্ত বিনিয়েগাকারীদের পুঁজি ফেরত দেওয়া।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪