ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলো হলো- ফর্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : কোম্পানির ইজিএম ১৯ জুলাই দুপুর ১২টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ১ আর : ২ হারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রেকর্ড ডেট ছিল গত ২৫ জুন।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ও ইজিএম ২০ জুলাই যথাক্রমে সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের ডেল্টা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানির এজিএম ২১ জুলাই বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ৩৮ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
জেএমআই সিরিঞ্জ : কোম্পানির এজিএম ২৪ জুলাই সকাল ১০টায় রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউস হোটেলে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
|
বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪