ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ২০০ ভাগ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ অনুমোদন করেছে।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য গত ৩১ মে পর্যন্ত হিসাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে কোম্পানিটি।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ আগস্ট।
অর্ধবার্ষিকীতে (জানুয়ারি থেকে জুন-২০১৪) কোম্পানির মুনাফা হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৮ টাকা।
গত বছর একই সময়ে এ কোম্পানির মুনাফা হয়েছিল ৩৪ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২২ দশমিক ৫৬ টাকা।
অন্যদিকে, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন-২০১৪) কোম্পানির মোট মুনাফা হয়েছে ১৫ লাখ ৭২ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৪ টাকা।
গত বছর একই সময়ে কোম্পানির মোট মুনাফা হয়েছিল ১৪ লাখ ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস দাঁড়িয়েছিল ৯ দশমিক ৬৬ টাকা।
বাংলাদেশ সময় : ১২৫০ঘণ্টা, জুলাই ২০, ২০১৪/ আপডেটেড : ১৩০৩ ঘণ্টা