ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসি’র নির্দেশের বিরুদ্ধে এলআর গ্লোবালের রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
বিএসইসি’র নির্দেশের বিরুদ্ধে এলআর গ্লোবালের রিট

ঢাকা: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
 
এলআরজিবি ইউনিট ফান্ডের আবেদন নাকচসহ সংগ্রহকৃত অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত বিএসইসির নির্দেশের বিরুদ্ধে গত জুলাই মাসের শেষ সপ্তাহে এই রিট আবেদন করা হয়েছে।


 
রিটের আগে এলআর গ্লোবালের পক্ষে বিএসইসি বরাবর উকিল নোটিশ পাঠান ব্যারিস্টার আরিফুল ইসলাম।
 
জানা গেছে, রিট আবেদনে বিএসইসির পক্ষে যুক্তি উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মো. সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, এলআরজিবি ইউনিট ফান্ডের আবেদন নাকচ করা এবং ফান্ড গঠনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা অর্থ এলআর গ্লোবালকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি রিট আবেদন করেছে।
 
তিনি আরও বলেন, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফান্ডটির জন্য টার্গেট সাইজের ৯০ শতাংশ আবেদনের জন্য নির্ধারণ করেছিল। যা এই ইস্যুয়ার কোম্পানি পরিচালিত একাধিক ফান্ড থেকে সংগ্রহ করা হয়েছে। একই ফান্ডের অর্থ দিয়ে একাধিক ফান্ড গঠন করা সিকিউরিটজ আইনের পরিপন্থি। তাই আইনানুযায়ী কমিশন ফান্ডটিকে অনুমোদন দেয়নি।
 
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।