ঢাকা: চলতি অর্থবছরের জুলাই মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় গত জুন মাসের তুলনায় ৪৬ দশমিক ০৪ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে ডিএসই থেকে সরকার মোট ৬ কোটি ৫২ লাখ ৭ হাজার ৮১০ টাকা রাজস্ব পেয়েছে। এর আগের মাসে অর্থাৎ জুন মাসে ডিএসই থেকে সরকার মোট ১২ কোটি ৮ লাখ ৫১ হাজার ৪৬ টাকা রাজস্ব পেয়েছিল। সুতরাং জুলাই মাসে জুন মাসের তুলনায় ডিএসই থেকে সরকার ৫ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ২৩৬ টাকা বা ৪৬ দশমিক ০৪ শতাংশ কম রাজস্ব পেয়েছে।
সরকারি কোষাগারে ডিএসইর জমা দেওয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে গত জুলাই মাসে ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা জমা হয়েছে। গত জুন মাসে জমা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৭০৫ টাকা।
এছাড়া ১৯৮৪ সালের ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা আদায় হয়েছে। গত জুন মাসে আদায় হয়েছিল ৪ কোটি ৩৫ লাখ ১ হাজার ৩৪১ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪