ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ছয় কার্যদিবস পর কমল সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
ছয় কার্যদিবস পর কমল সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৬৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৪৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসসি, লাফার্জ সুরমা, অ্যাক্টিভ ফাইন, এমজেএল বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, গ্রামীণফোন, গোল্ডেন সন ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার।

লেনদেন হয় মোট ৬৮১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৭৯০ কোটি ১৮ লাখ টাকা।   

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৭০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৫৫ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৫৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

লেনদেন হয় মোট ৪৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।