ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের স্ব স্ব বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস ও এপেক্স ট্যানারি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এপেক্স ফুডস : কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে এ সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ আগস্ট।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কর পরিশোধের পর তাদের নেট মুনাফা হয়েছে এক কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা, সম্পদ পুর্নমূল্যায়নের পর শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯ দশমিক ৫৫ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৯৮ দশমিক ৫৬ টাকা।
আগের বছর একই সময়ে কোম্পানিটির নেট মুনাফা হয়েছিল, এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।
এপেক্স ট্যানারি : কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২৩ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে এ সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ আগস্ট।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে সম্পদ পুর্নমূল্যায়নের আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ দশমিক ৫১ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৭১ দশমিক ৬৭ টাকা।
বাংলাদেশ সময় : ১০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৩