ঢাকা: ব্যাংকিং খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ব্যাংকটির পর্ষদ অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
আর মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত বিনিয়োগকারী ও ব্যাংক পর্ষদের অনুমোদন নিতে আগামী ১৮ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়েছে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর দিলকুশার হোটেল পূর্বানীতে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
বাংলাদেশ সময় : ১০১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪