ঢাকা : রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার স্থগিত থাকবে।
বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের আগে গত মঙ্গলবার থেকে স্পট মার্কেটে এ কোম্পানির লেনদেন হয়।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বস্ত্র খাতের ডেল্টা স্পিনার্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ডেল্টা স্পিনার্সের এজিএম আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪১ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৬ টাকা।
বাংলাদেশ সময় : ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪