ঢাকা : বস্ত্র খাতের হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।
দিনভর এই শেয়ার ৫৩ টাকা থেকে ৫৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৫৮ টাকা ১০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল একই খাতের প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৯ টাকা ৫০ পয়সায়।
দিনভর এ শেয়ারের দর ৩৬ টাকা ৮০ পয়সা থেকে ৩৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।
এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল প্রকৌশল খাতের রেনউইক যজ্ঞেশ্বর। এর শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৮৬ টাকা ২০ পয়সায়।
চতুর্থ মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকা ৫০ পয়সায়।
পঞ্চম স্থানে ছিল এমজেএল বাংলাদেশ। এর শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১০৫ টাকা ৫০ পয়সায়।
ষষ্ঠ ওয়াটা কেমিক্যাল। এর শেয়ার দর ১৬ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৭৮ টাকায়।
সপ্তম এএফসি অ্যাগ্রো বায়োটেক কোম্পানির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৫ টাকা ৮০ পয়সায়।
অষ্টম ম্যাকসন্স স্পিনিং মিলস কোম্পানির শেয়ার দর ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৭০ পয়সায়।
নবম সিএমসি কামাল কোম্পানির শেয়ার দর ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকা ৬০ পয়সায়।
আর দশম স্থানে ছিল অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস। এর শেয়ার দর ৩ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭১ টাকা ৩০ পয়সায়।
বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪