ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
গত ৩১ মে, ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন বাংলাদেশ হিসাবরক্ষণ মান অনুযায়ী প্রস্তুত না করায় রাইট শেয়ার ছাড়ার আবেদন নাকচ করে বিএসইসি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রাইট ইস্যু রুল ২০০৬ এর রুল ৩(ই) পরিপন্থী।
এর আগে কোম্পানিটি ২ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার জন্য বিএসইসিতে আবেদন করে। অভিহিত মূল্য ১০ টাকায় কোম্পানিটির রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল।
বাংলাদেশ সময় : ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪