ঢাকা: অস্বাভাবিক শেয়ার দর বাড়ায় শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল) ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এ কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় গত ৩ আগস্ট বিএসইসি দুটি তদন্ত কমিটি গঠন করে। ওই সময় কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় বিএসইসি। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় তদন্ত কমিটি।
এখন শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
অপরদিকে, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
ওই তদন্তের ধারাবাহিকতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এর আগে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ায় শাহজিবাজারকে ডিএসই কর্তৃপক্ষ নোটিশ দেয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানায় শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
১০ টাকা অভিহিত মূল্যের শাহজিবাজারের শেয়ার সর্বশেষ ৮৯ টাকার উপরে লেনদেন হয়।
অন্যদিকে, সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর লেনদেনের শুরু থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার বর্তমানে ৫৫ টাকার উপরে লেনদেন হচ্ছে।
বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪