ঢাকা : কোরিয়া এক্সচেঞ্জের একটি প্রতিনিধিদল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছে।
কোরিয়া এক্সচেঞ্জের প্রতিনিধিদলে ছিলেন ইমার্জিন মার্কেট ডেভেলপমেন্ট গ্লোবাল বিজনেস ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিভ ডেই-চুন কিম, ম্যানেজার জিমিন ইউন।
ডিএসই’র পক্ষে এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) জীবন চন্দ্র দাস, মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) মো. ছামিউল ইসলাম, উপমহাব্যবস্থাপক (প্রোডাক্ট ও মার্কেট ডেভেলপমেন্ট) নিজাম উদ্দিন আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা।
প্রতিনিধিবৃন্দকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিধি বিধান ও ভবিষ্যৎ পরিকল্পনা, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ সুবিধা ও সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির চিত্র অবহিত করা হয়। পরবর্তীতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কোরিয়া এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ ডিএসই’র কর্মকর্তাদের তাদের বিভিন্ন প্রোডাক্ট ও সেবা সম্পর্কে বর্ণনা করেন।
বাংলাদেশ সময় : ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪