ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। একই দিনে কোম্পানিটি বিশেষ সাধারণ সভাও (ইজিএম) অনুষ্ঠিত হবে।
বেলা ১১টা ও ১১টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালের অডিটরিয়ামে কোম্পানির সভা দুটি অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের জন্য সাড়ে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটির অনুমোদিত মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সন্ধানী লাইফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৬ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা ৯৭ পয়সা। কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ৫০ কোটি থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করবে। এসব বিষয়ে এজিএম ও ইজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন দেবেন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪