ঢাকা: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের মুনাফা বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত গত ৩১ মার্চে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে তুং হাই নিটিংয়ের মুনাফা হয়েছিল ১ কোটি ১৬ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছিল ২৬ পয়সা।
কোম্পানির ইপিএস গণনা করা হয়েছে আইপিও পূর্ব ৪ কোটি ৫১ লাখ ৩০ হাজার শেয়ারের ওপর ভিত্তি করে। আইপিও পরবর্তী ৮ কোটি ১ লাখ ৩০ হাজার শেয়ারের ওপর ভিত্তি করে প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস দাঁড়াবে ১৫ পয়সা।
বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪