ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও মূল্যসূচক বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, ইউনাইটেড এয়ারওয়েজ, রংপুর ডেইরি ফুড, বেঙ্গল উইন্ডসোর, অগ্নি সিস্টেমস, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণফোন ও মবিল যমুনা।
লেনদেন হয় মোট ৫৫০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৫৫১ কোটি ৬৬ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫ পয়েন্ট হয়।
বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭ পয়েন্ট হয়।
দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেন হয় মোট ৪১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪১ কোটি ০৬ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪/আপডেটেড : ১১৪০ ঘণ্টা/আপডেটেড : ১৩৪১ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৫ ঘণ্টা