সম্প্রতি দেশের উভয় শেয়ারবাজারে ধীরে ধীরে বাড়ছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। অন্যদিকে, প্রতিমাসেই কোনো না কোনো নতুন কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে।
বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ৩৭ হাজার ৫৮৬টি বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৭১ হাজার ১৪৩টি। যা গত ১৭ আগস্ট ছিল ২৮ লাখ ৩৩ হাজার ৫৫৭ টি।
অন্যদিকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৮ হাজার ৬২৭টি। যা গত ১৭ আগস্ট ছিল ২০ লাখ ৮৩ হাজার ১১১টি।
এ ছাড়া নারী বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫২ হাজার ৫৫৭টি। যা আগস্টে ছিল ৭ লাখ ৪০ হাজার ৫১৫টি।
৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় বিও হিসাবধারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লাখ ২১ হাজার ৩৩টি। আর আগস্টে ছিল ২৬ লাখ ৮৪ হাজার ৮৪৪টি।
এ সময়ে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার ১৫১টি। যা আগস্টে ছিল ১ লাখ ৩৮ হাজার ৭৮২টি।
একই সঙ্গে বেড়েছে কোম্পানি বিও হিসাবের সংখ্যা। ৩ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানি বিও হিসাব ছিল ৯ হাজার ৯৫৯টি। যা আগস্টে ছিল ৯ হাজার ৯৩১টি।
বাংলাদেশ সময় : ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪