ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সদ্য সমাপ্ত আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে।
বুধবার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগস্টে ডিএসই থেকে সরকারের মোট রাজস্ব আদায় হয়েছে ২০ কোটি ১৪ লাখ ৬ হাজার ৭৬২ টাকা। জুলাই মাসে আদায় হয়েছিল ৬ কোটি ৫২ লাখ ৭ হাজার ৮১০ টাকা। অর্থাৎ আগস্টে সরকারের রাজস্ব বেড়েছে ১৩ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯৫২ টাকা।
আগস্টে ০.০৫ শতাংশ হারে সদস্য কোম্পানিগুলো থেকে ডিএসই কমিশন আদায় করে ১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৬৫৮ টাকা। এর আগের মাস জুলাইয়ে আদায় হয়েছিল ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৯৬৩ টাকা। অর্থাৎ আগস্টে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৮ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৬৯৫ টাকা।
অন্যদিকে প্লেসমেন্ট বিনিয়োগকারীদের থেকে আগস্টে আদায় হয়েছে ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ১০৪ টাকা। যা জুলায়ে ছিল ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৪৭ টাকা। অর্থাৎ আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি ৭৬ লাখ ৭ হাজার ২৫৭ টাকা।
বাংলাদেশ সময় : ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪