দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবং দাফতরিক কার্যক্রম আসন্ন ঈদ-উল-আযহা ও সরকারি ছুটি মিলিয়ে মোট সাতদিন বন্ধ থাকবে।
বুধবার ডিএসই’র পরিচালনা পর্ষদের ৭৭৮তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং দাফতরিক কার্যক্রম আগামী ০৫ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় এই দুইদিনও বন্ধ থাকবে।
আগামী ১২ অক্টোবর থেকে ডিএসইতে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪