ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (রাইট ইস্যু) রুল ৩ (এফ) পরিপালনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।
ব্যাংকটি বাজারে বিনিয়োগকারীদের জন্য ১ আর : ২ হারে রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব করেছিল। অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা একটি করে রাইট শেয়ার কিনতে পারতেন।
এর আগে ১২ টাকায় রাইট শেয়ার ইস্যু করার কথা থাকলেও তা পরবর্তীতে ২ টাকা প্রিমিয়াম কমিয়ে ১০ টাকা করা হয়।
তবে সিদ্ধান্তটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনের প্রায়োজন ছিল। এখন বিএসইসি অনুমোদন না দেওয়ায় ব্যাংকটি আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪