ঢাকা: ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়ায় ফাইন ফুডস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫২৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, কোম্পানিটি ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে চারটি আইন লঙ্ঘন করেছে। সেগুলো হলো- বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড-২ ও ১২, ১৯৯৪ সালের কোম্পানি আইনের সিডিউল ১১-এর প্রভিশন পার্ট-১, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৮।
আর্থিক বিবরণীতে অসত্য তথ্য সরবরাহের মাধ্যমে উপরোক্ত চারটি আইন লঙ্ঘন করায় কোম্পানিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আর্থিক প্রতিবেদনের অসামঞ্জস্যতা আগামী আর্থিক প্রতিবেদনে সংশোধনেরও নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময় : ১৬৫৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪