ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিআইএফসি’র রাইট ছাড়ার আবেদন অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বিআইএফসি’র রাইট ছাড়ার আবেদন অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির (বিআইএফসি) রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিকেলে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইএফসি-এর ১ আর : ২ হারে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।

১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি বাজারে ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি শেয়ার ইস্যু করে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিআইএফসি পরিশোধিত মূলধন বাড়াবে।

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।