ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির (বিআইএফসি) রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫২৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইএফসি-এর ১ আর : ২ হারে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।
১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি বাজারে ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি শেয়ার ইস্যু করে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিআইএফসি পরিশোধিত মূলধন বাড়াবে।
বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪