ঢাকা: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি ড্র ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ লটারি ড্র হয়।
খান ব্রাদার্সের আইপিওতে মোট ৮৭২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকার আবেদন জমা পড়ে। যা আইপিও মূল্যের চেয়ে ৪৩ দশমিক ৬৩ গুণ বেশি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা ৫৭০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৬১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকা, মিউচ্যুয়াল ফান্ডে ১৯৮ কোটি ৯৯ লাখ টাকা এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৪০ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার আবেদন করেন।
দেশে বসবাসরত বিনিয়োগকারীদের কাছ থেকে গত ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীরা এই সুযোগ পান ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি ২ কোটি শেয়ার বাজারে বিক্রি করে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয় ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম নেওয়া হয়নি।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, দালান কোঠা নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন সংস্থান এবং আইপিওর খরচে খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ১৪.৬৯ টাকা।
এই কোম্পানির ইস্যুয়ার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
ফলাফল জানতে ক্লিক করুন :
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪