ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি কমেছে। এদিন ৫ টাকা ৩০ পয়সা বা ১৯ দশমিক ৩৪ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ২১ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২২ টাকা ১০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এদিন এ শেয়ারের দর ৮ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৭৬ টাকা ৮০ পয়সায়।
দিনভর এ শেয়ার ৭৬ টাকা থেকে ৮৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ, চতুর্থ রহিমা ফুড, পঞ্চম আরএকে সিরামিক, ষষ্ঠ নাভানা সিএনজি, সপ্তম জিপিএইচ ইস্পাত, অষ্টম এসিআই ফর্মুলেশন্স, নবম আইপিডিসি এবং দশম স্থানে ছিল বিডি ফিন্যান্স।
বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪