ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজার ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৪
শেয়ারবাজার ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ অক্টোবর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে উভয় স্টক এক্সচেঞ্জের অফিসের কার্যক্রমও বন্ধ থাকবে।



তবে ৩ অক্টোবর শুক্রবার, ৪ অক্টোবর শনিবার এবং ১০ অক্টোবর শুক্রবার ও ১১ অক্টোবর শনিবার হওয়ায় মোট ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। আগামী ১২ অক্টোবর থেকে ফের স্বাভাবিক লেনদেন শুরু হবে।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

দুই স্টক এক্সচেঞ্জ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ৫ অক্টোবর রোববার থেকে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামী ১২ অক্টোবর রোববার থেকে ফের স্বাভাবিক লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।