ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৯৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এসপিসিএল, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, যমুনা অয়েল, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা ও কেপিসিএল।

লেনদেন হয়েছে মোট ১৮৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৬৮৭ কোটি ২৫ লাখ টাকা।           

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১ টা ৩৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৬৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ১৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪/আপডেটেড : ১১৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।