ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
সূচক কমছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৯৬২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২২৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- রতনপুর স্টিল রি-রোলিং মিলস, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, গোল্ডেন সন, ফার কেমিক্যাল, তিতাস গ্যাস ও অ্যাপলো ইস্পাত।

লেনদেন হয়েছে মোট ২২৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬৯৪ কোটি ২৩ লাখ টাকা।             

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৫ হাজার ২০২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৯৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ২২৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৯ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৬ হাজার ৯১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

লেনদেন হয় মোট ১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪৪ কোটি ০৩ লাখ টাকা।    

বাংলাদেশ সময় : ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪/আপডেটেড : ১১৪৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।