ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার নিষেধাজ্ঞার স্থগিতাদেশের মেয়াদ আরও বেড়েছে।
এ নিয়ে চতুর্থ দফায় এই মেয়াদ বাড়ানো হলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করায় ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এছাড়া রাইট শেয়ার সংক্রান্ত দাখিল করা কাগজপত্র জাল হওয়ায় আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে মামলা করে বিএসইসি। বিএসইসির মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করে কোম্পানি কর্তৃপক্ষ। ওই রিটের রায়ে চতুর্থবারের মতো বিএসইসির নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪